বোর্ড গঠন :
২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ১৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাহাজ পুন:প্রক্রিয়াজাতকরণ বোর্ড গঠন করা হয়। সচিব, শিল্প মন্ত্রণালয় বোর্ডের চেয়ারম্যান এবং অতিরিক্ত সচিব (জাহাজ পুনঃপ্রক্রিয়া, বিরা, বেখা ও বিআইএম) বোর্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।
দেশের উন্নয়ন ও অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের অবদান :
বাংলাদেশের শিপ ইয়ার্ডসমূহের বার্ষিক জাহাজ পুন:প্রক্রিয়াকরণ সক্ষমতা ১০ মিলিয়ন মেট্রিক টনেরও অধিক। এদেশের বার্ষিক জাহাজ পুন:প্রক্রিয়াজাতকরণ শিল্পের গড় প্রবৃদ্ধি প্রায় ১৪%। দেশের সামগ্রিক আয়রন চাহিদার ৬০-৭০% আসে জাহাজ পুন:প্রক্রিয়াকরণ শিল্প হতে। এ খাত থেকে আয় হয় প্রায় ৮০০ মিলিয়ন ডলারেরও অধিক এবং সরকারের রাজস্ব আয় হয় প্রায় ১০০-১২০ মিলিয়ন ডলার। এ শিল্পে প্রত্যক্ষভাবে ৩০,০০০-৫০,০০০ মানুষ, পরোক্ষভাবে প্রায় ১,৫০,০০০ মানুষ নির্ভরশীল। এ শিল্পের উপর ৩০০টিরও অধিক রি-রোলিং স্টিল মিল নির্ভরশীল। ফলে দেশের সামগ্রিক টেকসই উন্নয়নে এ শিল্প ব্যাপক ভূমিকা রেখে চলেছে।